Site icon Jamuna Television

টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে যমুনা বেওয়া (৭০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

সকালে উপজেলা পরিষদের পুকুরে কয়েকজন গোসল করতে গিয়ে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশটি উদ্ধার করে টাঙ্গাইল মডেল থানায় নিয়ে যায়।

নিহত যমুনা বেওয়া টাঙ্গাইল পৌর শহরের কোদালিয়া এলাকার ফকির আহমেদ এর স্ত্রী।

নিহতের বোন আমেনা বেওয়া জানান, গতকাল সকালে আমার বাড়ি থেকে বের হওয়ার পর তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি।

নিহতের বোন আরও জানান, আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। কিভাবে সে এই পুকুরে এলো তা আমরা জানি না।

Exit mobile version