Site icon Jamuna Television

হিলিতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

হিলি প্রতিনিধি
হিলিতে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৪০ বছরের অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহটি গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ওই নারীর মর্মান্তিক মৃত্যু হয়। নারীর পরনে লাল রঙ্গের সেলোয়ার-কামিজ ছিলো।

স্থানীয়রা জানায়, ট্রেন আসার আগমুহুর্তে অজ্ঞাত ওই নারীকে রেল লাইনের পাশে বসে থাকতে দেখা যায়। ট্রেন চলে যাবার পর ঐ নারীর লাশ রেল লাইনে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

Exit mobile version