Site icon Jamuna Television

সিরাজগঞ্জে নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জে নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদ উপহার হিসেব নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ এ অর্থ বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ বলেন, মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মর্যাদা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। স্বাধীনতার চেয়ে স্বাধীনতা ধরে রাখা কঠিন এ কথাটি মাথায় রেখে বাঙ্গালীকে আরও বহুদূরে এগিয়ে যেতে হবে।

পরে জেলা প্রশাসক নিজ হাতে ২৪জন মুক্তিযোদ্ধার হাতে নগদ অর্থ তুলে দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Exit mobile version