Site icon Jamuna Television

জমির জন্য বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

যশোরের মণিরামপুরে জমিজমাকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে খুন করেছে ছোট ভাই। বৃহস্পতিবার দুপুরে দিকে উপজেলার দেবিদাসপুর গ্রামে এঘটনা ঘটে।

নিহত মকবুল গাজীর স্ত্রী কহিনুর বেগম বলেন, গত দশ বছর ধরে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই বিরোধ নিয়ে প্রায়ই ছোট ভাই মফু তার বড় ভাই মকবুলকে খুন করার হুমকি দিত। আজ সকালে আমার স্বামী বাড়ির সামনে নিজের সারের দোকানে বসে ছিলেন। তখন হাসুয়া দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে মফু পালিয়ে যায়। চিৎকার শুনে আমি ছুটে গিয়ে দেখি আমার স্বামী মাটিতে পড়ে আছে। তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মণিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিব হাসান ও থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Exit mobile version