Site icon Jamuna Television

নরেন্দ্র মোদির সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ-ভারত ৭ম স্বরাষ্ট্র পর্যায়ের বৈঠকের আজ শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সরকারী বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সৌজন্য সাক্ষাতকারের ছবি মন্ত্রী আসাদুজ্জামান খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

এরআগে গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনদিনের সরকারি সফরে ভারতে যান। গতকাল বুধবার দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।

Exit mobile version