Site icon Jamuna Television

চলন্ত বাসে নার্সকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৯ জনকে আসামি করে চার্জশিট

কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়া গণধর্ষণ ও হত্যা মামলায় ৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আসামিদের মধ্যে মূলহোতা হেলপার বোরহানসহ ৩ জন এখনও পলাতক।

হেলপার বোরহান, চালক নুরুজ্জামান ও আরেক হেলপার লালন মিয়া সরাসরি ধর্ষণ ও হত্যায় অংশ নেয়। আলোচিত এই মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তানিয়া রাজধানীর ইবনেসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

গত ৬ মে কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর এলাকা থেকে ‘স্বর্ণলতা’ পরিবহনের একটি বাসে উঠেন তানিয়া। রাত দশটার দিকে বাজিতপুরের পিরিজপুর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে তাকে ধর্ষণের পর হত্যা করে বাস থেকে ফেলে দেয়া হয়।

Exit mobile version