Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু; হার্ট, কিডনি, চোখ দান করে দিলেন বাবা-মা

মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর ছেলের হার্ট, কিডনি, লিভার ও চোখ দান করে দেন বাবা-মা। চিকিৎসা করিয়েও যখন একমাত্র ছেলেকে বাঁচাতে পারে নি তখন অঙ্গ দান করে অনেকের মাঝে নিজের ছেলেকে বাঁচিয়ে রাখতে অভিভাবকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনা ঘটেছ ভারতের রানীগঞ্জে।

জানা যায়, মা চন্দনা ঘোষ ও বাবা সোমনাথ ঘোষের একমাত্র ছেলে সৌরনীল ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলেজিতে পড়াশুনা করছিলেন। গত শনিবার বন্ধুদের সঙ্গে মোটরবাইকে বেরিয়ে তিরুঅনন্তপুরম যাচ্ছিলেন। তখন দুর্ঘটনার শিকার হয় সৌরনীল।

পরে অনেক চেষ্টা করে ছেলেকে বাঁচাতে না পেরে গতকাল বুধবার মা চন্দনা ঘোষ ও বাবা সোমনাথ ঘোষ ছেলের অঙ্গদান করেন।

Exit mobile version