Site icon Jamuna Television

আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে

মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া-ও বইছে। নিম্নচাপটি স্থলভাগে উঠে আসায় দুর্বল হয়ে গেছে। তবে, এটি লঘুচাপে পরিণত না হওয়া পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হবে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভারতের উপকূলে সৃষ্ট নিম্নচাপ মৌসুমি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হবে। লঘুচাপ থাকাকালীন সময় পর্যন্ত বাংলাদেশ ও ভারতের উপকূলে এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তারা।

নিম্নচাপের কারণে সাগরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Exit mobile version