Site icon Jamuna Television

শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এখন মীনা শহরের তাবুতে অবস্থান করছেন হজযাত্রীরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে, এশার নামাজের পর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে, মিনার পথে রওনা হন লাখো মুসল্লি। কেউ বাস বা গাড়িতে অথবা কেউ-কেউ পায়ে হেটেই তাবুর শহর মিনায় পৌঁছান তারা। আগামী পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজ সম্পন্ন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এবার হজ পালন করছেন কমপক্ষে ২০ লাখ মানুষ। যাদের ১৮ লাখ ৪০ হাজারই সৌদি আরবের বাইরের নাগরিক। বাংলাদেশ থেকেও হজব্রত পালনে গেছেন ১ লাখ ২৭ হাজার জন। ৮ জিলহজ, সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করে ১০ জিলহজ আবারও মিনায় ফিরবেন তারা। এরপর, ১১ ও ১২ তারিখে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

Exit mobile version