Site icon Jamuna Television

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২ দিন পর বৈরী আবহাওয়ার কাটিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সকাল থেকে ১৮ টি ফেরি চলছে এই নৌরুটে। এছাড়া এ ঘাট থেকে ৮৭ টি লঞ্চ ও দুই শতাধিক সি-বোট দিয়ে যাত্রীরা দিয়ে পদ্মা পারি দিচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম বলেন, গত ৭ই আগস্ট বুধবার সকাল থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিলো। এই দুই দিন মাঝে মাঝে দুই একটি ফেরি চললেও তা দিয়ে শুধু মানুষ পারাপার করতে হয়েছে ও খুব সীমিত আকারে গাড়ি পার হয়েছে। এমনি ভাবেই কয়েক দফা ফেরি বন্ধ আবার চালু রাখতে হয়েছিলো।

গতকাল আবহাওয়া কিছুটা অনুকুলে এলে সকাল থেকে সীমিত আকারে ফেরি চলে। দুদিন বাদে আজ সকাল থেকে আবহাওয়া পুরোপুরিভাবে অনুকুলে থাকায় ১৮ টি ফেরি চলছে এই নৌ-রুটে। পাশাপাশি লঞ্চ ঘাট থেকে ৮৭ টি লঞ্চ ও সি-বোট ঘাট থেকে প্রায় ২০০ শতাধিক সি-বোট পদ্মা পারি দিচ্ছে। ঘাট এলাকায় ছোটবড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

Exit mobile version