Site icon Jamuna Television

বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগী, রক্ত পরীক্ষায় দীর্ঘলাইন

রাজধানীসহ সারা দেশের হাসপাতালে এখনো বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আজও রাজধানীর বাড্ডার একটি বেসরকারী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, সরকারি-বেসরকারি হাসপাতালে ঠাঁই নেই। রক্ত পরীক্ষার জন্য ভোর থেকেই হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ও আতঙ্কিত মানুষের দীর্ঘ লাইন। হাসপাতালে বেড না পাওয়ায় অনেক রোগীর জায়গা করা হয়েছে মেঝেতে বিছানা পেতে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার-নার্সরা।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬৬ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২৯ জন।

Exit mobile version