Site icon Jamuna Television

সড়ক পথে ঈদযাত্রা স্বাভাবিক: ওবায়দুল কাদের

তীব্র স্রোতে ফেরিতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে এছাড়া সড়ক পথে ঈদ যাত্রা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, পরিবহনগুলো বাড়তি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সব ধরণের অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার তৎপর। সারাদেশই ডেঙ্গু পরিস্থিতি মনিটর করা হচ্ছে।

Exit mobile version