Site icon Jamuna Television

ঢামেকে ডেঙ্গুজ্বরে আরও এক শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রিফাত (১০) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে সে মারা যায়। এ নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হলে রিফাতকে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঢামেকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টায় সে মারা যায়। স্বজনরা তার লাশ নিয়ে গেছেন।

রিফাতের বাবার নাম খোরশেদ, তাদের বাড়ি জামালপুরে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে মারা যান নোয়াখালী জেলার মাইজদী উপজেলার বাসিন্দা লাটু মিয়া (৫২)। তিনি গত ৪ আগস্ট জ্বর নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৮৮ রোগী ভর্তি হয়েছেন ঢামেকে। বর্তমানে হাসপাতালে ৭১১ ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

Exit mobile version