Site icon Jamuna Television

বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ বন্ধ

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত। আজ শুক্রবার দুপুর ১.৩০ দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে করে উত্তরবঙ্গের সাথে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে ঘরে ফেরা মানুষ ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েছে।

জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে লাইনচ্যুত হয়। বঙ্গবন্ধু সেতুর প্রায় এক কিলোমিটার আগে এ লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে “ছ” কোচের একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকাজে কতক্ষণ লাগবে তা এখনো জানাতে পারেনি।

Exit mobile version