Site icon Jamuna Television

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এই হাসপাতালে ডেঙ্গুতে নিহতের সংখ্যা ৪ জন, আর জেলায় নিহতের সংখ্যা ৭ জন। বাকী ৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাায় মারা যান।

নিহত ওই নারীর নাম লিপি আক্তার(৩০)। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মাহাবুব খলিফার স্ত্রী। শুক্রবার সোয়া ২ টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন লিপি আক্তার।হাসপাতালের পরিচালক ডাক্তার কামদা প্রসাদ সাহা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশে পাশের কয়েকটি জেলা থেকে আগত ৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই নিয়ে মোট চিকিৎসাধীন রয়েছেন মোট ২৫৪ জন। এই পর্যন্ত সর্বমোট চিকিৎসা নিয়েছেন ৪৬০ জন।

Exit mobile version