Site icon Jamuna Television

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা নস্যাৎ

FILE PHOTO: Britain's Prime Minister Theresa May meets Spain's Prime Minister Mariano Rajoy at 10 Downing Street, London, December 5, 2017. REUTERS/Matt Dunham/Pool/File Photo

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে হত্যার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে হত্যার পরিকল্পনাকারী দুই ব্যক্তিকে। এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

ডাউনিং স্ট্রিটে বোমা হামলা চালিয়ে মে’কে হত্যার পরিকল্পনায় জড়িত দুজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়। আজই তাদের ওয়েস্ট মিনস্টার আদালতে নেয়া হবে বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আটক ব্যক্তিদের নাম জাকারিয়া রহমান ও আকিব ইমরান। পুলিশের বিশেষায়িত গোয়েন্দা বাহিনী MI-5 গেলো ২৮ নভেম্বর গ্রেফতার করে তাদের। এরই মধ্যে দু’জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এদিকে মঙ্গলবার থেরেসা মে’র মুখপাত্র জানিয়েছেন গেলো ১২ মাসে ৯টি সন্ত্রাসী হামলার ঘটনা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

Exit mobile version