Site icon Jamuna Television

আখাউড়ায় বিল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিলের পানি থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলা সদরের দূর্গাপুর দক্ষিণ পাড়ার পাশে খালাজোড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এই ব্যাপারে আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, দুপুরে স্থানীয় লোকজন খালাজোড়া বিলের পানিতে বৃদ্ধের লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version