Site icon Jamuna Television

কাতারের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়লেন হাজারো শ্রমিক

গাফল উপসাগরীয় কোনো দেশে শ্রমিকদের বিক্ষোভের ঘটনা বিরল। তেমন বিরল ঘটনাই ঘটলো কাতারে। হাজারো শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন রাজধানী দোহায়।

গত সপ্তাহের এই ঘটনাটি নিয়ে ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকা গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, বেতন পেতে দেরি হওয়ায় এবং কাজের অমানবিক পরিবেশের প্রতিবাদ করতে তারা বিক্ষোভে নেমেছেন।

একজন বিক্ষোভকারীদের উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, “চার মাস ধরে আমরা পেতন পাচ্ছি না। ২০১৩ সালের পরে কোনো ছুটি পাইনি। খাওয়ার জন্য যে পানি দেয়া হয় তা মানুষের খাওয়ার উপযোগী নয়।”

সামাজিক মাধ্যমে বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় ইউনিফর্ম পরা হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসেছেন। তারা শান্তিপূর্ণভাবে নানান স্লোগান দিচ্ছেন।

আগামী ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। এটিকে সামনে রেখে বড় বড় স্টেডিয়াম বানাচ্ছে ধনী দেশটি। তবে অভিযোগ রয়েছে, এসব কাজে শ্রমিকদের অধিকার যথাযথভাবে রক্ষিত হচ্ছে না।

Exit mobile version