Site icon Jamuna Television

মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে জাবিফ’র ত্রাণ বিতরণ

ঢাকার মানিকগঞ্জে ঈদ উপলক্ষে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছ সাভারের স্থানীয় সামাজিক সংগঠন ‘জাগ্রত বিবেক ফাউন্ডেশন’ (জাবিফ)।

বৃহস্পতিবার মানিকগঞ্জের বন্যা আক্রান্ত শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও ত্রাণ সহায়তা প্রদান করেন।

এসময় জাবিফ’র সভাপতি মনি মুক্তা ইসলাম বলেন, আমরা সবসময় অসহায়ের পাশে আছি ও ভবিষ্যতেও থাকবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাবিফের সাধারণ সম্পাদক দিদারুল দিপু সহ জাবিফের অন্যান্য সদস্যরা।

Exit mobile version