Site icon Jamuna Television

দ্বিতীয় দফায় বাচ্চুকে দুদকে জিজ্ঞাসাবাদ

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে দুদক।

বুধবার সকাল ১০টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের তদন্ত কর্মকর্তারা। এর আগে গত সোমবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় গত ২৩ নভেম্বর আব্দুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দেয় দুদক।

প্রথম দিনের জিজ্ঞাসাবাদে বাচ্চু নিজের সম্পৃক্ততা অস্বীকার করে, ব্যাংক কর্মকর্তাদের উপর দায় চাপান। তবে দায় অস্বীকার করলেও ৫৬ মামলায় ঋণ জালিয়াতির ক্ষেত্রে আব্দুল হাই বাচ্চু দায় এড়াতে পারেন না বলে প্রাথমিকভাবে মনে করে দুদক। চেয়ারম্যান হয়েও কেন যথাযথ ব্যবস্থা নেননি এ নিয়ে তদন্ত টিমের প্রশ্নের মুখে পড়েন বাচ্চু।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version