Site icon Jamuna Television

আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। হে পরম করুণাময়, তোমার দরবারে বান্দা হাজির’….। এই ধ্বনিতে আজ মুখর আরাফাত ময়দান।

তাবুর শহর মিনা থেকে মুসল্লিরা শুক্রবার রাতেই আরাফাতের ময়দানে যাত্রা শুরু করেন। আরাফাতের ময়দানে হজের মূল ফরজ কাজ হিসেবে হজযাত্রীরা আত্মশুদ্ধি এবং পাপমুক্তির প্রার্থণা করবেন।

মূল খুৎবার পর, জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করবেন ২০ লাখ মুসল্লি। চলতি বছর মসজিদে নামিরাহ থেকে খুতবা দিবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল শাইখ।

সন্ধ্যায় মুজদালিফায় গিয়ে লাখো মুসলিম একসাথে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন এবং সংগ্রহ করবেন পাথর। রাতে মুজদালিফায় খোলা আকাশের নীচে অবস্থান করবেন হাজিরা। ১২ জিলহজ্জ পশু কোরবানির মধ্যে দিয়ে শেষ হবে পবিত্র হজ।

Exit mobile version