Site icon Jamuna Television

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

চলতি মাসে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া। শনিবার, প্রতিবেশী দক্ষিণ কোরিয়া নিশ্চিত করে এ তথ্য।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, হ্যামহাং শহর থেকে ছোঁড়া হয় মিসাইলগুলো। সেসব প্রায় আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে যেয়ে পড়ে।

সিউলের দাবি, ক্ষেপণাস্ত্রগুলোর ধরণ এবং কৌশলগত দিক স্পষ্ট না হলেও, প্রতিবেশী রাষ্ট্রগুলোয় আঘাত হানতে সক্ষম। নিরাপত্তা ঝুঁকিতে অঞ্চলটিতে সক্রিয় মার্কিন সামরিক ঘাঁটিও।

এদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান- উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছেন তিনি। ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ায় কিম নাখোশ। এর বহিঃপ্রকাশ ঘটাতেই ছুঁড়ছেন একের পর এক ক্ষেপণাস্ত্র।

Exit mobile version