Site icon Jamuna Television

কাতারে নতুন নতুন হোটেল, আতিথেয়তায় মধ্যপ্রাচ্যের সেরা

নতুন নতুন হোটেল নির্মাণ করে চলেছেন কাতারি ব্যবসায়ীরা। এতে সুবিধা হচ্ছে ভ্রমণ পিপাসুদের। বাড়ছে আতিথেয়তার মান। প্রতিযোগিতামূলক হওয়ায় খরচও কিছুটা কমছে। ফলে স্বাভাবিকভাবেই খুশি হয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন ভ্রমণকারীরা।

আর এসবের মাধ্যমে সার্বিকভাবে আতিথেয়তায় মধ্যপ্রাচ্যের সেরা হিসেবে অভিহিত হচ্ছে সমুদ্র বেষ্টিত মরুর দেশটি। ইউরেশিয়া রিভিউর এর প্রতিবেদনে জানানো হয়েছে, আল আসমাক ভ্যালুয়েশন্স এন্ড রিসার্চ নামক একটি রেটিং সংস্থা কাতারকে আতিথেয়তায় মধ্যপ্রাচ্যের সেরা হিসেবে অভিহিত করেছে।

আল আসমাকের পরিচালক গৌরব বরিকার বলেন, আশপাশের দেশের সাথে তুলনা করলে কাতারি নতুন হোটেলগুলোতে সেবার ক্ষেত্রে বেশি স্পেসিফিকেশন আছে আর এগুলোতে ব্যবহারবান্ধব টেকনোলোজি বেশি। বর্তমানে কাতারে ৩ তারকা থেকে ৫ তারকা মানের ১৩২টি হোটেল আছে। যেগুলোতে ২৭ হাজারের মতো কক্ষ আছে।

Exit mobile version