Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় ‘লাটাহাম্বা’র চাপায় এক কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাটাহাম্বা’র (লাটাহাম্বা: শ্যালো ইঞ্জিন চালিত এক ধরনের স্থানীয় যানবাহন) চাপায় ওল্টু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার দুর্লভপুরে ওই ঘটনা ঘটে। নিহত কৃষক ওল্টু মিয়া একই উপজেলার দুর্লভপুর গ্রামের কিয়ামত বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গ্রামের দেলোয়ার মিয়ার গাড়িতে মাটি কাটার জন্য যান ওল্টু মিয়া। পরে মাটি বোঝাই লাটাহাম্বা রাস্তায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে গড়াতে থাকে। এসময় চাপা পড়েন ওল্টু মিয়া। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version