Site icon Jamuna Television

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক বিজেপি এমপি’র বিরুদ্ধে

বন্দুকের ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণ ও তার ভাইকে খুন করার হুমকির অভিযোগ উঠেছে সাবেক বিজেপি এমপি মনোজ শোকিন এর বিরুদ্ধে। খবর এনডিটিভি’র।

অভিযুক্ত সাংসদ মনোজ শোকিন নাঙ্গলোই বিধানসভায় বিজেপি থেকে দুইবারের নির্বাচিত এমপি ছিলেন।

অভিযোগ উঠে, গত বছরের ৩১ ডিসেম্বর নিউ ইয়ার এর পার্টি শেষ করে শ্বশুববাড়ি এসেছিলেন ভুক্তভোগী এই পুত্রবধূ এই সময় তার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে তাকে নির্যাতন করেন তার শ্বশুর মনোজ শোকিন।

পুলিশের কাছে দেয়া বর্ণনা অনুযায়ী, সে রাতে মদ্যপ অবস্থায় ছিলেন সাবেক সাংসদ মনোজ। তখন রাত প্রায় দেড়টার দিকে তার ঘরের দড়জায় নক করে তাকে দরজা খুলতে বলেন মনোজ। দরজা খোলার পার তাকে নির্যাতন করেন এই সাবেক সাংসদ। এসময় ভুক্তভোগী চিৎকার করার চেষ্টা করলে বন্দুকের ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয় এবং তার ভাইকেও খুন করা হুমকি দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, আইপিসি-র ৩৭৬, ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, এই মামলায় তদন্ত এগোচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version