Site icon Jamuna Television

কাশ্মির ইস্যুতে মোদিকে রাশিয়ার সমর্থন

কাশ্মির ইস্যুতে এবার ভারতের পাশে দাড়ালো রাশিয়া। ভারতীয় সংবিধানের ৩৭০ বাতিলকে তারা ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছে।

রাশিয়া বলে,কাশ্মিরের সাংবিধানিক মর্যাদা কেড়ে নেয়ার বিষয়টিকে ভারতের বৈধ পদক্ষেপ এবং সাংবিধানিক অধিকার বলছে দেশটি।

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু- কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যটিকে ভাগ করার সিদ্ধান্ত ভারতীয় গণতন্ত্রের সংবিধানিক কাঠামো মেনেই করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মস্কো প্রত্যাশা করছে যে কাশ্মির সিদ্ধান্তের ফলস্বরূপ ওই অঞ্চলে কোনও পক্ষই অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি করবে না। রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু সম্পর্কের পক্ষে প্রত্যাশা করে আসছে।

রাশিয়ার ওই বিবৃতিতে উঠে এসেছে লাহোর চুক্তি ও শিমলা চুক্তির কথাও। তাতে বলা হয়েছে, আমরা আশা করব, শিমলা চুক্তি ও লাহোর ঘোষণাপত্র মেনে দুই দেশ রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাদের যাবতীয় দ্বন্দ্বের নিরসন ঘটাবে।

Exit mobile version