Site icon Jamuna Television

রাতভর জমজমাট রাজধানীর পশুর হাট

রাতভর ক্রেতা-বিক্রেতায় জমজমাট ছিলো রাজধানীর পশুর হাটগুলো। পশুর পর্যাপ্ত সরবরাহ নিয়ে সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতা উভয়ই।

তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চাহিদামতো সরবরাহ থাকায় কোরবানির জন্য পশু কিনতে পারছেন ক্রেতারা।

বাজারে মাঝারি আকারের গরুর চাহিদার তুলনায় সরবরাহ কম। সে হিসেবে অপেক্ষাকৃত কম দামেই বড় গরু কিনতে পারছেন কেউ কেউ।

কোনো কোনো বিক্রেতার দাবি, প্রত্যাশিত দাম পাননি তারা।

রাজধানীর সাঈদ নগর ১০০ ফিট গরুর হাটে জোর করে গরুর ট্রাক ঢোকানোর অভিযোগ পাওয়া গেছে। হাট কর্তৃপক্ষের দাবি, স্বেচ্ছায়ই বাজারে গরু তুলেছেন বিক্রেতারা।

Exit mobile version