Site icon Jamuna Television

বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ

সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন মুসল্লিরা।

এরই মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ইন্দোনেশিয়াতে। জাকার্তার আল-আজহার মসজিদে অন্যতম বড় ঈদ জামাতে অংশ নেন হাজারো মানুষ।

অন্যদিকে, মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলো ছাড়াও, ঈদ উদযাপনে প্রস্তুত যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।

এরইমাঝে, মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও সরকার প্রধান। সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে মুসলিমদের ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন তারা।

Exit mobile version