Site icon Jamuna Television

নরওয়ের মসজিদে শ্বেতাঙ্গ বন্দুকধারীর হামলা

নরওয়ের একটি মসজিদে হামলা চালিয়েছে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী।

এতে কারো প্রাণহানি না হলেও, আহত হয়েছেন একজন। ঈদুল আজহার নামাজ উপলক্ষে হাজারো মুসল্লির জমায়েতের কথা ছিল মসজিদটিতে।

হামলাকারীকে ওই এলাকারই বাসিন্দা, এবং ২০ বছর বয়সী নরওয়েজিয়ান নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শনিবার, অসলোর কাছে অবস্থিত আল-নূর ইসলামিক সেন্টারে হয় এ হামলা। পুলিশ জানিয়েছে, হামলার সময় মাত্র তিনজন মুসল্লি ছিলেন মসজিদটিতে। হামলাকারীকে আটকান তারাই। এসময় হামলাকারীর সাথে তাদের ধ্বস্তাধ্বস্তিও হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ

Exit mobile version