Site icon Jamuna Television

মহাসড়কে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেন ওবায়দুল কাদের

মহাসড়কে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর সায়দাবাদ টার্মিনালে ঈদযাত্রা পর্যবেক্ষণে এসে তিনি এমনটি বলেন।

তিনি বলেন, বৈরি আবহাওয়া ও পশুবাহী গাড়ির কারনে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোন ভোগান্তি হয়নি। কেবল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এই পয়েন্টেই কেবল সমস্যা। সারাদেশে পরিস্থিতি ভালো ছিল। একটিমাত্র রুটের একটি অংশে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সে কারনে টার্মিনালেও খানিক দুর্ভোগ হয়েছে। টাঙ্গাইল অংশে দুর্ভোগের জন্য আন্তরিকভাবে দু:খিত।

তিনি আরও বলেন, সারাদেশে ঘরমুখো মানুষ নির্বিঘ্নেই যাত্রা করেছেন। ভিজিলেন্স টিম অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সারাদেশের চিত্র ভালো। একটা পয়েন্টে সমস্যা হয়েছে। ঢাকা এলেঙ্গা চার লেনের রাস্তা দুই লেনে গিয়ে পড়ার কারনেই চাপ সৃষ্টি হয়েছে। এটা সাময়িক কষ্ট। রং সাইডেও অনেক গাড়ি চলে এসেছে।

ওবায়দুল কাদের বলেন, এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন করার পরিকল্পনা চলছে। ঢাকা চট্টগ্রামে এবারের মত স্বস্তিদায়ক যাত্রা আর হয়নি। যেখানে যানজট সেখানে হাইওয়ে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রনে ব্যার্থ হয়েছে।

Exit mobile version