Site icon Jamuna Television

মহাসড়কে তীব্র যানজট, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট থাকায় সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ঘরমুখো মানুষ।

রোববার সকালে মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, শিবপুর, বিক্রমহাটি, রসুলপুর, পুলি ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা দেখে।

রোববার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পার হতে মির্জাপুর পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো লাখো মানুষ। বিশেষ করে নারী ও শিশুদের খুব বেশি কষ্ট হচ্ছে। অপরদিকে হাজারো মানুষ প্রকৃতি ডাকে সারা দিতে না পারায় আরও বেশি কষ্টের স্বীকার হচ্ছে।

রংপুরের ফজলু মিয়া, দিনাজপুরের আরফান আলী ও বগুড়া আব্দুল জব্বারসহ একাধিক যাত্রী জানিয়েছেন, যাত্রীদের কাছে টাকা থাকা সত্ত্বেও খাবার কিনে খেতে পাচ্ছে না। ফলে যাত্রীদের ক্ষুধা নিবারণও করতে পারছে না।

পুলিশ বলছে বঙ্গবন্ধু সেতু এলাকায় গাড়ি টানতে শুরু করেছে। আশা করি কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

Exit mobile version