Site icon Jamuna Television

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদের জামাত অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের ঈদুল আযহা উদযাপন করছে।

রোববার সকাল ৮ টায় হরিণাকুন্ডু উপজেলা পরিষদ মোড়ে কামরুল ইসলাম বুলবুলের রাইস মিলের চাতালে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম। জামাতে হরিণাকুন্ডু পৌরসভা এলাকা, দৌলতপুর, ভালকী, কুলবাড়িয়া, বৈঠাপাড়া, পায়রাডাঙ্গা, নিত্যানন্দপুর, পার্বতীপুরসহ বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের মানুষ অংশ নেন।

মুসল্লীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবারও তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

Exit mobile version