Site icon Jamuna Television

শিক্ষামন্ত্রীর স্বামীকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির স্বামী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১২টার পর সেখানে যান তিনি। হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির সাথে। চিকিৎসকদের কাছে ড. তৌফিক নেওয়াজের স্বাস্থ্যের খোঁজখবরও নেন তিনি।

গত ১৯ জুলাই রাতে অসুস্থ হয়ে পড়লে ড. তৌফিক নেওয়াজকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষেণ কেন্দ্রে রাখেন।

শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, প্রধানমন্ত্রী ড. তৌফিক নেওয়াজের পাশে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন। এরপর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য আজ ড. তৌফিক নেওয়াজকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের মুম্বাইয়ের একটি হাসাপাতালে নেয়া হবে।

Exit mobile version