Site icon Jamuna Television

সহশিল্পীদের জন্য চার গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

চলচ্চিত্রের সহশিল্পীদের জন্য এবার চারটি গরু কোরবানি দিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। ঈদের নামাজের পর গরুগুলো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মধ্যে কোরবানি করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে পরীমনি বলেন, ইনশাআল্লাহ এবারও আমার সহকর্মীদের নিয়ে কোরবানি ঈদ করব। আল-হামদুলিল্লাহ গরু কেনা হয়েছে। ঈদের নামাজের পর এফডিসিতে গরুগুলো কোরবানি করা হবে।

তিনি আরো বলেন, নিজেকে সবসময় এই চলচ্চিত্র পরিবারের একজন ভেবেই তৃপ্তি পাই। ঈদের দিন আমরা আনন্দ করব, আর যাদের সঙ্গে আমরা কাজ করি, তারা বাসায় মন খারাপ করে থাকবেন, তাই কি হয়! গত কয়েক বছর থেকে কোরবানির ঈদটা তাদের সঙ্গেই করি। এবারও আমার সহশিল্পী, মানে আমার পরিবারের মানুষজনের সঙ্গেই ঈদ করছি।

Exit mobile version