Site icon Jamuna Television

ঈদের আগের রাতে জেএসএসে’র দুই নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেএসএস এমএন লারমা গ্রুপের দুই নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন, কেন্দ্রীয় যুব সমিতি’র সাধারণ সম্পাদক শতসিদ্ধী চাকমা আর বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমা।

পুলিশ জানায়, গতরাতে পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে হত্যা করে। তবে, কারা হামলা চালিয়েছে, এ বিষয়ে এখনও পরিষ্কার ধারণা পায়নি পুলিশ। যদিও এ ঘটনার জন্য এমএন লারমা গ্রুপের সদস্যরা মূল জনসংহতি সমিতিকে দায়ী করেছে।

Exit mobile version