Site icon Jamuna Television

দুপুরের পর থেকে কোরবানি পশুর বর্জ্য অপসারণ শুরু হবে: মেয়র আতিকুল

দুপুর দুইটার পর থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আজ রোববার সকালে যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। মেয়র বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

উত্তরা ৪ নম্বর সেক্টরে ঈদের নামাজ আদায় শেষে নগরবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মেয়র আতিকুল।

তিনি জানান, নগরবাসী সহায়তা করলে ২৪ ঘন্টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণ করা সম্ভব। ডেঙ্গু নিধনে সহায়তা করে নগরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি সবার সহায়তা কামনা করেন। পরে সকাল সাড়ে নয়টার দিকে সিটি কর্পোরেশন কর্তৃক পশু কোরবানির নির্দিষ্ট স্থান পরিদর্শন করেন।

Exit mobile version