Site icon Jamuna Television

ঈদ যাত্রা স্বস্তির ছিলো: কাদের

ঈদে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে, তেমনি কর্মস্থলে ফিরে যাবে এমন জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে নোয়াখালীর রাজাপুর নিজ গ্রামের বাড়িতে ঈদ উল আজহার নামায শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, সড়কে পশুবাহী গাড়ির জন্য চলাচলে কিছুটা সমস্যা হলেও সকলেই ভালভাবে বাড়িতে ফিরেছে। পাশাপাশি অসাম্প্রদায়িকতার চেতনায় উৎসব উদযাপন করতে সবাইকে আহ্বান জানান সেতুমন্ত্রী।

পরে সকলের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। এসময় দলের নেতাকর্মীরাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version