Site icon Jamuna Television

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইভানকা, নীরব ট্রাম্প

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভানকা ট্রাম্প। তবে, নানা ইস্যুতে ঘন ঘন টুইট করলেও ঈদ নিয়ে একেবারেই চুপ মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার ইভানকা তার টুইটে লেখেন, বিশ্বজুড়ে মুসলমানরা ঈদ উদযাপন করছেন। তাদের জানাই ঈদ মোবারক। তাদের সুস্বাস্থ্য, সুখ ও আনন্দ কামনা করছি।

অবশ্য, ট্রাম্পের বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী নীতির কারণে ইভানকার এই টুইটকে অনেককেই সহজভাবে নিচ্ছেন না। তার টুইটের নিচে সমালোচনা করেছেন অনেকে। পাশাপাশি, ঈদুল আযহায় ডোনাল্ড ট্রাম্পের নীরবতা নিয়েও হয়েছে সমালোচনা।

Exit mobile version