Site icon Jamuna Television

‘ঈদে মানুষ যেমন স্বস্তিতে বাড়ি ফিরেছে, তেমনি কর্মস্থলেও ফিরে যাবে’

নোয়াখালী প্রতিনিধি:

শেষ পর্যন্ত মানুষ স্বস্তিতে ফিরেছে একইসাথে ঈদ শেষে মানুষ একইভাবে কর্মস্থলে ফিরে যাবে।

আজ সোমবার নিজ জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের নিজ বাড়ির মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আ’লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, মাঝখানে নদীতে তীব্র স্রোতের কারণে এবং ভারি বৃষ্টির জন্য চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে, এরই মধ্যে সড়কে পশুবাহী গাড়ির জন্যও চলাচলে কোথাও কোথাও সমস্যা হয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ রুটই ভালো ছিল, তবে শুধুমাত্র ঢাকা-টাঙ্গাইল রুটে বঙ্গবন্ধু সেতুর ওপারে নলকা পর্যন্ত সমস্যা হয়েছে, তবে সেটা ঈদের আগের ‍দিন ছিল না।

তিনি আরও বলেন, ঈদের দিনে এটাই আমাদের প্রার্থনা বঙ্গবন্ধু শেষ হাসিনার নেতৃত্বে এ দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করা হবে।

এর আগে মন্ত্রী তার বাবা-মায়ের কবর জেয়ারত করেন এবং স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাসহ অনেকে।

Exit mobile version