Site icon Jamuna Television

১ হাজার টাকায় ১ টি ডিম !

একটি ডিমের দাম কত হতে পারে? সবাই হয়তো উত্তর দেবেন ১০ টাকা আর যদি খুব দামি কোন রেস্টুরেন্টের মেন্যুতে দেয়া হয় তাহলে সর্বোচ্চ ২০ থেকে ২৫ টাকাই হবে হয়তোবা তারও কম।

কিন্তু একটি ডিমের দাম যদি আপনার কাছে চাওয়া হয় ১ হাজার টাকা তখনতো চোখ কপালে উঠার মতোই অবস্থা হবে।

এমনটাই ঘটেছে ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে।

মুম্বাইয়ের হোটেল সিক্স সিজনে কাস্টমারকে খাবারের টেবিলে ডিম পরিবেশন করে প্রতিটি ডিমের বিল করা হয় ৮৫০ রুপি যা বাংলাদেশি টাকায় ১০০৭ টাকা।

কার্তিক ধর নামে একজন কাস্টমার সকালের ব্রেকফাস্টের সাথে মোট ৬টি ডিম অর্ডার করেছিলেন আর সেখানে দুটি সিদ্ধ ডিমের বিল বাবদ তাকে ১৭০০ রুপি জমা দিতে বলা হয়। এছাড়াও দুটি অমলেটের বিল করা হয় ১৭০০ রুপি, সেখানে আরো দুটি সিংগেল অমলেট প্রতিটি ৮৫০ রুপি করে বিল করা হয়। আর তাতেই চমকে যান মি.কার্তিক।

পরে সেই বিলের একটি ছবি তুলে নিজেই টুইটারে পোস্ট করেন তিনি। এরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। আর এতে হোটেল কর্তৃপক্ষকে নানা কটাক্ষ করে মন্তব্যও করেন ভারতীয়রা।

তবে এ নিয়ে এখনো কোন মন্তব্য করেনি হোটেল কর্তৃপক্ষ।

Exit mobile version