Site icon Jamuna Television

জন্মদিনে আকাশে মুহুর্মুহু গুলি ছুড়ে জেলে গেলেন যুবক

জন্মদিন মানেই তো বিশেষ কিছু। বিশেষভাবে উদযাপন। কিন্তু, সে উদযাপন করতে গিয়ে ৩২ বছরের ফয়জনের আকাশে একের পর এক গুলি ছুড়তে শুরু করলেন! সেই ভিডিও আবার আপলোড করেছেন টিকটকে। সেটিই ভাইরাল হয়ে পুলিশের হাতে। ফলাফল তাকে ধরে জেলে পুরেছে পুলিশ।

ঘটনা দিল্লির। সেখানকার চাঁদনি মহলের বাসিন্দা ফয়জন। গত ১১ আগস্ট ছিল তার জন্মদিন। ১০ তারিখ শেষ হয়ে ১১-তে পা দেওয়ার পরেই তিনি গুলি চালানো শুরু করেন। তারপর সেই ভিডিও পোস্ট হয়ে যায় টিকটকে। ক্রমে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও। ভিডিওটি পরীক্ষা করে পুলিশ জানতে পারে ঘটনাস্থল চাঁদনি মহলের সুইওয়ালা।

পুলিশ জানায়, ফায়জন একটি দেশি পিস্তল জোগাড় করে চাঁদনি মহল এলাকায় এ ঘটনা ঘটান। তারপর ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করে। সে চেয়েছিল নিজেকে সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত করে তুলতেভ

তার ব্যবহৃত বন্দুক ও রেকর্ডিংয়ে ব্যবহার করা মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Exit mobile version