Site icon Jamuna Television

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা

শেষ হলো পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। এ বছর রেকর্ডসংখ্যক মুসল্লি আদায় করেছেন হজ, জানিয়েছে সৌদি প্রশাসন।

কর্তৃপক্ষের দাবি, গত বছরের রেকর্ড ভেঙে এ বছর হজে অংশ নেন ২৫ শতাংশ বেশি মুসলিম। মোট সংখ্যা ২৪ লাখের কাছাকাছি। এদের মধ্যে বিদেশি ছিলেন সাড়ে ১৮ লাখের বেশি।

ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম হজ পালনে ১৬০টির বেশি দেশ থেকে মক্কায় পা রাখেন তারা। এছাড়া হজ পালন করা সৌদি নাগরিকের সংখ্যা ছিল সাড়ে ছয় লাখ।

রোববার পশু কোরবানির পর কাবা শরীফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার প্রদক্ষিণ শেষে শেষবারের মতো মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা।

বিদায়ী প্রদক্ষিণ শেষে অনেকেই দেশের পথে রওনা হয়েছেন। পাঁচদিনব্যাপী হজের আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৯ আগস্ট। এবছর হজ পালনে বাংলাদেশ থেকে গেছেন ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

Exit mobile version