Site icon Jamuna Television

ঈদের পরের দিনও পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য

ঈদের পরের দিনও রাজধানীর বিভিন্ন জায়গায় কোরবানির পশুর বর্জ্য দেখা গেছে। তবে বেশিরভাগ এলাকায় অপসারিত হয়েছে কোরবানির বর্জ্য।

আজও রাজধানীর বিভিন্ন জায়গায় পশু কোরবানি করছেন কেউ কেউ। অন্যদিকে গতকাল দেয়া পশু কোরবানির বর্জ্য এখনও রাজধানীর বেশ কিছু এলাকায় রয়ে গেছে।

এরমধ্যে রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় রাস্তার পড়ে আছে পশুর রক্ত ও বর্জ্য।

স্থানীয়রা বলছেন, এসব আবর্জনায় দুর্গন্ধ বাড়ছে। পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে।

সিটি করপোরেশন নির্ধারিত স্থানে পশু জবাইয়ে আগ্রহ ছিলো না নগরবাসীর। বেশিরভাগ কোরবানি দিয়েছেন বাড়ির আঙিনা কিংবা সড়কের ওপর। বর্জ্যও ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন অনেকে। ঢাকার দুই সিটিতে গতকাল দুপুর থেকেই শুরু হয় বর্জ্য অপসারণের কাজ।

Exit mobile version