Site icon Jamuna Television

ম‌হিষের তাণ্ডব নিয়ন্ত্রণে পু‌লি‌শের গু‌লি

টাঙ্গাইল প্রতিনিধি:

কুরবা‌নির জন্য প্রস্তুত করার সময় লা‌ফি‌য়ে উঠে ৫ জন‌কে আহত ক‌রে‌ছে একটি মহিষ।

সোমবার ঈদের দিন সকাল ১১টায় টাঙ্গাইলের ঘাটাইলের যু‌গিহা‌টি গ্রা‌মে আরিফুল সরকা‌রের বা‌ড়ি‌তে এই ঘটনা ঘ‌টে।

পাগলা এ মহিষ‌টিকে নিয়ন্ত্র‌ণে আন‌তে এক রাউন্ড গু‌লিও ছু‌ড়ে‌ ভুঞাপুর থানা পু‌লিশ। তবে পু‌লি‌শের ছোড়া গু‌লি লা‌গে‌নি ম‌হি‌ষের গা‌য়ে।

আহতরা হ‌লেন, যু‌গিহা‌টি গ্রা‌মের আক্তার সরকা‌রের ছে‌লে আরিফুল ইসলাম, ইকবাল সরকার ও আতাউর সরকার, একই গ্রা‌মের শ‌হিদুল ইসলাম, আমিনুল ইসলাম।

স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যোগীহাটি গ্রামের ব্যবসায়ী আরিফ হোসেন ১ লাখ ৪২ হাজার টাকায় মহিষটি শনিবার সখিপুর থেকে কিনেছেন। ঈ‌দ উপল‌ক্ষে ম‌হিষটি ক‌য়েকজন মি‌লে কুরবা‌নি দেয়ার সময় ম‌হিষ‌টি মা‌টি থে‌কে লা‌ফি‌য়ে উঠে। প‌রে সেখা‌নে থাকা ৫ জন‌কে আহত ক‌রে ম‌হিষ‌টি ভুঞাপুর উপ‌জেলার কাগমা‌রি পাড়ার চরায় চ‌লে আসে। প‌রে ভুঞাপুর থানা পু‌লিশ পাগলা মহিষ‌টিকে হত্যা করার উদ্দেশ্যে গু‌লি ছুড়‌লে তা ম‌হি‌ষের গা‌য়ে লা‌গে‌নি।

ভুঞাপুর থানার উপ-প‌রিদর্শক টিটু চৌধুরী জানান, ভুঞাপুর উপ‌জেলার ইউএনও ঝোটন চ‌ন্দের নি‌র্দে‌শে ক্ষিপ্ত ওই ম‌হিষ‌টি‌কে লক্ষ্য ক‌রে এক রাউন্ড গু‌লি ছোড়া হয়। এতে ম‌হিষ‌টি স‌রে গে‌লে গু‌লি লক্ষভ্রষ্ট হয়। ততক্ষ‌ণে ম‌হিষ‌টি‌কে দেখ‌তে আশপা‌শের হাজা‌রো উৎসুক জনতা চ‌লে আসে। এতে মানু‌ষের নিরাপত্তার বিষয়‌টি চিন্তা ক‌রে পু‌নরায় ফায়া‌রিং করা সম্ভব হয়‌নি। উৎসুক জনতা‌কে সেখান থে‌কে সরা‌তে মাই‌কিং করা হ‌লেও তারা কোন কর্ণপাত করেনি। রাত ৮টার পার হ‌লেও ম‌হিষ‌টি‌কে নিয়ন্ত্র‌ণে আনা সম্ভব হয়‌নি। ত‌বে ম‌হিষ‌টি প্রায় তিনঘন্টা যাবৎ একই স্থা‌নে দা‌ড়ি‌য়ে ছিলো।

শেষ খবর পাওয়া পর্যন্ত মহিষটি ভূঞাপুরের অলোয়া বিলে দাঁড়িয়ে আছে।

Exit mobile version