Site icon Jamuna Television

যমুনা নদীতে নৌকাডুবি, মৃত ২

বগুড়া ব্যুরো:

বগুড়ার সারিয়াকান্দিতে যাত্রীবাহী নৌকাডুবিতে ২ জন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুড়িপাড়া চরের কাছে যমুনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নৌকার ৪০ থেকে ৪৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও এখনো নিখোঁজ রয়েছে শিশুসহ তিন জন।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নে যমুনা নদীর মানিকদাইড় চর থেকে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি কালিতলা ঘাটের দিকে আসছিলো। কুড়িপাড়া চরের কাছাকাছি এসে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রীই সাঁতরে আশপাশের তীরে উঠতে পারলেও তলিয়ে যান কয়েকজন। তাদের মধ্যে আমেনা ও জহুরা নামের দুই যাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেছেন।

একজন শিশুসহ ওই নৌকার এখনো তিন যাত্রী নিখোঁজ রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে সব ধরণের তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Exit mobile version