Site icon Jamuna Television

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার:এমপি শাওন

ভোলার লালমোহনে তরী ফাউন্ডেশনের আয়োজনে ও আলোর দিশারী সংস্থার বাস্তবায়নে শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি শাওনের বাবা মরহুম নূরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় এমপি শাওন বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, উন্নয়নের সরকার।

তরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমির হোসেন তরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. মো. হানিফ মাস্টার, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান সোহেলসহ আরও অনেকে।

Exit mobile version