Site icon Jamuna Television

বন্ধুভক্ত মুশফিক

জাতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক মুশফিকুর রহীম। তার ভক্তকুলের অভাব নেই। যেখানেই যান সেখানেই ভক্তকুলের ভালোবাসায় সিক্ত হন। মুশফিকও ভক্তকুলকে ভালোবাসা দিতে এতটুকুও কার্পণ্য করেন না। ভক্তদের আবদার মেটান হাসিমুখেই।

সদা হাস্যোজ্জল ও প্রানবন্ত মুশফিক এবার ঈদে আলোচনায় এসেছেন তার বন্ধুভক্ত গুণ দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩৩ জন বন্ধুর একটি ছবি দিয়ে ভাইরাল হয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

১৩ আগস্ট দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটা ছবি পোস্ট করেন বাংলাদেশের এই লিটল মাস্টার। সেখানে দেখা যায়, দেশের কোনো একটি স্টেডিয়ামে ৩৩ জন বন্ধুকে নিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়েছেন তিনি। সেই ছবি পরে ফেসবুকে পোস্ট করে ওপরে ক্যাপশনে লিখেন ‘ফ্রেন্ডস ফরেভার’। ছবিতে বন্ধুরা সবাই মুশফিকের ১৫ নাম্বার জার্সি পরিহিত ছিলো।

ওই ছবি পোস্ট করার পর এ রিপোর্ট লিখা পর্যন্ত ৫৮ হাজার রিয়েকশন, ১১’শ কমেন্টস ও ৪২৬টি শেয়ার হয়। কমেন্টসে অধিকাংশই মুশফিকের এমন বন্ধুভক্তের জন্য প্রশংসা করেন।

Exit mobile version