Site icon Jamuna Television

প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে উত্তাল হংকং

বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে উত্তাল হংকং। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে মঙ্গলবার রণক্ষেত্রে পরিণত হয় বিমানবন্দর এলাকা। গভীর রাত পর্যন্ত চলে সংঘর্ষ।

সকাল থেকেই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান টার্মিনালে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তাজনিত কারণে টানা দ্বিতীয় দিনের মতো বাতিল করা হয় সব ফ্লাইট। পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে বাধে সংঘর্ষ। দিনের সহিংসতা গড়ায় রাত অব্দি। আহত হয় অনেকে।

বিক্ষোভকারীদের দাবি, শুরু থেকেই মারমুখী ভূমিকায় ছিল পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। বিমানবন্দরের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় বুধবার ভোর থেকে শুরু হয় ফ্লাইট চলাচল।

প্রত্যর্পণ বিল বাতিল ও প্রধান নির্বাহীর পদত্যাগের দাবিতে গত জুন থেকে তীব্র আন্দোলন চলছে চীনা স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটিতে।

Exit mobile version