Site icon Jamuna Television

পাইবাসের সাথে আলাপে সন্তুষ্ট বিসিবি

রিচার্ড পাইবাসের সাথে আলাপে সন্তুষ্ট বিসিবি।  হেডকোচের আরেক প্রার্থী ফিল সিমন্স ৯ ডিসেম্বর ঢাকায় আসবার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। যেকোনো দিন আসতে পারেন সম্ভাব্য কোচের তালিকায় থাকা জিওফ মার্শও।

গতকাল সন্ধ্যায় ঢাকায় এসেছেন রিচার্ড পাইবাস। বুধবার সকালে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আনুষ্ঠানিক প্রেজেন্টেশন সেরেছেন তিনি। তবে সরাসরি কোচের ভূমিকায় নয় পাইবাসের আগ্রহ কোচিং ডিরেক্টর পদে। যা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে।

রিচার্ড পাইবাসের সাথে মিটিং শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আমরা অন্যান্য প্রার্থীদের সাথেও পর্যায়ক্রমে বসবো। ১০ ডিসেম্বরের পরবর্তী বোর্ড মিটিংয়ে এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছা যাবে।

এর আগে, ২০১২ সালে বাংলাদেশের কোচ হিসেবে চার মাস দ্বায়িত্ব পালন শেষে অপারগতা প্রকাশ করেন পাইবাস। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের কোচিং ডিরেক্টর পদে দ্বায়িত্ব পালন করেছেন ৫৩ বছর বয়সী এই কোচ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version