Site icon Jamuna Television

‘নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া ক্রয় না করাটা বিচ্ছিন্ন ঘটনা’

নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া ক্রয় না করার বিষয়টা বিচ্ছিন্ন ঘটনা।

আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় তিনি লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য মৌসুমী ব্যবসায়িদের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আগামী ২০ আগস্ট থেকে নিজস্ব প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত দরেই, লবণযুক্ত চামড়া সংরক্ষণ করবে, ট্যানারি মালিকরা। এই কার্যক্রম চলবে আগামী দুই মাস।

অ্যাসোসিয়েশন আরো বলেন, কাঁচা চামড়া রফতানি রফতানি করার যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়ন হলে দেশীয় শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।

অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, চামড়া শিল্পনগরী কমপ্লায়েন্স না হওয়ায়, বিদেশী ক্রেতাদের আকৃষ্ট করা সম্ভব হচ্ছেনা। কাঁচা চামড়া রফতানির সুযোগ দিলে ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা সংকটে পড়বে দশ লাখ মানুষ।

সংবাদ সম্মেলনে চামড়া শিল্পের সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন।

Exit mobile version